• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১২:২৯ পিএম
ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ভুইয়াগাতী মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
হতাহতরা ইটভাটার শ্রমিক। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

নিহত শহিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশু শেখের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ডালিম হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম আরও দুইজনকে নিয়ে মোটরসাইকেল চালিয় ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান।

এসআই ডালিম আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

Link copied!